বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংকে তথ্য দিতে এমডির অনুপস্থিতিতে ২ কর্মকর্তা সই করতে পারবে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৪ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   245 বার পঠিত

ব্যাংকে তথ্য দিতে এমডির অনুপস্থিতিতে ২ কর্মকর্তা সই করতে পারবে

দেশে কার্যরত বাণিজ্যিক ব্যাংকগুলো দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও চাহিদার আলোকে বিভিন্ন তথ্য কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হয়। এসব তথ্য সংবলিত কাগজপত্রে স্বাক্ষর করতে হয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি)। তবে এবার থেকে এমডির অনুপস্থিতে বা স্বাক্ষর করতে না পারলে পরের ধাপের মর্যাদাসম্পন্ন দুজন কর্মকর্তাকে স্বাক্ষর করতে বলা হয়েছে। এরপর প্রতিবেদন জমা দিতে হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে।

সার্কুলারে বলা হয়, অনেক সাময় দেখা যায়- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছুটিতে, ঢাকার বাইরে এমনকি দেশের বাইরেও অবস্থান করেন। এই বিষয়ে দেশে আলোচনা হয়- এমন সময়ে কাগজপত্র সঠিক সময়ে জমা দিতে নীতিমালায় পরিবর্তন না আনলে কেন্দ্রীয় ব্যাংকে সঠিক সময়ে তথ্য পাঠানো সম্ভব হয় না।

সার্কুলারে আরও বলা হয়, তথ্য জমাদানের অন্যান্য শর্তাবলী ঠিকই থাকবে। তবে ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরেই কেন্দ্রীয় ব্যাংকে তথ্য জমা দিতে হবে শুধু যৌক্তিক কারণে ব্যবস্থাপনা পরিচালকের পরের ধাপের দুজন কর্মকর্তার স্বাক্ষর গ্রহণযোগ্য হবে। কিন্তু অন্যান্য প্রতিবেদন যেমন বার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিলে অবশ্যই ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষর থাকতে হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাটি অনুসরণ করতে নির্দেশ দেয়া হয়

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:২৯ অপরাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।