নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 458 বার পঠিত
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী সপ্তাহ থেকে ব্যাংকগুলোতে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ছে।যেসব ব্যাংক শাখা খোলা রয়েছে, সেগুলোতে আগামী ১৯ এপ্রিল থেকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। তবে আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক বেলা ২টা পর্যন্তই খোলা থাকবে।
বৃহস্পতিবার এক সার্কুলারের মাধ্যমে ব্যাংক লেনদেনের নতুন এই সময়সূচি ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
লকডাউনের মধ্যে ব্যবসায়িক লেনদেন সারতে সমস্যা হওয়ায় তার সমাধানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
Posted ৪:১২ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saimun zidne