নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ | প্রিন্ট | 283 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডের ২২ তম সাধারণ সভা আজ বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
এজিএমে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর। এতে অংশগ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হুসাইন,স্বতন্ত্র পরিচালক ফারজানা আহমেদ, ফাহিমা চৌধুরী, ড. জাহিদ হুসাইন, কাজী মাহমুদ সাত্তার, মনোনীত পরিচালক মেহেরিয়ার এম হাসান, আসিফ সালেহ ও নিহাদ কবির প্রমুখ।
ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মানসুর বলেন, বাংলাদেশসহ সারা বিশ্ব করোনায় আক্রান্ত। এই মহামারীতে সকল পেশা ও খাত ক্ষতিগ্রস্থ। আমরাও এর বাইরে নই। এর মধ্য দিয়েই ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারী জীবনের ঝুঁকি নিয়ে ব্যাংকের কার্যক্রম চালিয়ে আসছে। একজন প্রাণও দিয়েছেন। কোভিড এর মধ্যে তারল্য সংকট বেড়েছে কিন্তু ঋণের চাহিদা কমেছে। এটি গ্রহণযোগ্য নয়।
সভায় ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।
Posted ৫:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
bankbimaarthonity.com | rina sristy