বিবিএনিউজ.নেট | রবিবার, ০৫ মে ২০১৯ | প্রিন্ট | 624 বার পঠিত
সাভারের ব্র্যাক-সিডিএমে সম্প্রতি ব্র্যাক ব্যাংক লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। পর্ষদ চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ কেসিএমজির সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডার পাশাপাশি ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার প্রস্তাব অনুমোদন করেছেন তালিকাভুক্ত ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।
এ সময় পরিচালক শিব নারায়ণ কৈরী, নিহাদ কবির, কায়সার কবির, ফাহিমা চৌধুরী, আসিফ সালেহ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আরএফ হোসেন এবং কোম্পানি সচিব রেইস উদ্দীন আহমাদ ছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় চেয়ারম্যান জানান, ২০১৮ সালে ব্যাংকের সম্মিলিত নিট মুনাফা ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ৫৬৭ কোটি টাকায় উন্নীত হয়েছে। সভায় ব্যাংকের চেয়ারম্যান জানান, ২০১৮ সালে ব্র্যাক ব্যাংকের সমন্বিত (কনসলিডেটেড ভিত্তিতে) কর-পরবর্তী নিট মুনাফা ৫ হাজার ৪৯৮ মিলিয়ন টাকা থেকে বেড়ে ৫ হাজার ৬৭০ মিলিয়ন টাকায় উন্নীত হয়েছে, যা ২০১৭ সালের চেয়ে ৩ দশমিক ১ শতাংশ বেশি।
Posted ১১:২০ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed