বিবিএ নিউজ.নেট | বুধবার, ১১ মে ২০২২ | প্রিন্ট | 201 বার পঠিত
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৯৮ কোটি ৪৪ লাখ ২৩ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ব্লক মার্কেটের লেনদেনে বিস্ফোরক ঘটিয়েছে আইপিডি ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৮ লাখ ৬৫ হাজার শেয়ার। যার বাজার মূল্য ৫৬ কোটি ৬৯ হাজার টাকা।
প্রাপ্ততথ্য মতে, ব্লক মার্কেটে স্বরণকালের মধ্যে আইপিডিসির এতো বড় লেনদেন হয়নি। গতকাল কোম্পানিটির হঠাৎ এতো বড় লেনদেন কেন হলো, তার কারণ জানা যায়নি। তবে ধারণ করা হচ্ছে, কিছুদিন যাবত কোম্পানিটির শেয়ার দর অনেক বাড়ানো হয়েছে। এখন সাধারণ বিনিয়োগকারীদের নানাভাবে প্রলুব্দ করার চেষ্টা চলছে। যাতে বিনিয়োগকারীরা শেয়ারটির প্রতি আকৃষ্ট হয়ে বিনিয়োগে আসে। তারই ধারাবাহিকতার অংশ হিসাবে গত কয়েকদিন যাবত ব্লক মার্কেটে কোম্পানিটির বড় বড় লেনদেন দেখানো হচ্ছে। আজ দেখানো হলো সর্বোচ্চ রেকর্ড লেনদেন।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, যারা কোম্পানিটির শেয়ার নিয়ে ইদানিং টানাটানি করছেন, তারাই ব্লক মার্কেটে নিজেদের মধ্যে কোম্পানিটির বিস্ফোরণ লেনদেন দেখাচ্ছেন। এছাড়া অন্য কোন কারণ নেই বলে তারা অভিমত প্রকাশ করছেন। শেয়ারটিতে নতুন করে বিনিয়োগ করার ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তাঁরা।
আজ ব্লক মার্কেটে স্কয়ার ফার্মা এবং বেক্সিমকো লিমিটেডরও বড় লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে আজ স্কয়ার ফার্মার লেনদেন হয়েছে ৫ কোটি ৬০ লাখ টাকার এবং বেক্সিমকো লিমিটেডের ৪ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকার
Posted ৫:০১ অপরাহ্ণ | বুধবার, ১১ মে ২০২২
bankbimaarthonity.com | rina sristy