বিবিএ নিউজ.নেট | মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ | প্রিন্ট | 234 বার পঠিত
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬০ কোটি ৬৯ লাখ ২৩ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে তিন কোম্পানির বড় লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৪৩ কোটি ৯৭ লাখ ৫২ হাজার টাকার শেয়ার।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ড্যাফোডিল কম্পিউটারের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৯১ লাখ ৯৪ হাজার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৫ লাখ ৫৮ হাজার টাকার।
এছাড়া, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৩ কোটি ৩১ লাখ টাকার, জিবিবি পাওয়ারের ২ কোটি ৯০ লাখ ৯৮ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৮৯ লাখ ৮০ হাজার টাকার, আইসিবিএএমসিএল সেকেন্ডের ১ কোটি ৩০ লাখ ৬৯ হাজার টাকার, ফর্চুন সুজের ৯৭ লাখ ৪০ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৯৬ লাখ ৮৮ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬৪ লাখ ৩১ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৪৭ লাখ ৩৫ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ৪৫ লাখ ২৮ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৩৭ লাখ ৫০ হাজার টাকার, বে-লিজিংয়ের ৩৬ লাখ ৭৫ হাজার টাকার, ইফাদ অটোর ৩২ লাখ ৯৯ হাজার টাকার, অ্যাপোলো ইস্পাতের ৩১ লাখ ১৯ হাজার টাকার, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৩০ লাখ ৯৫ হাজার টাকার, প্রাইম ফাইন্যান্সের ২৮ লাখ ১১ হাজার টাকার, শাশা ডেনিমসের ২০ লাখ ২৫ হাজার টাকা।
বারাকা পতেঙ্গা পাওয়ারের ১৪ লাখ ৭৩ হাজার টাকার, সামরিতার ১৪ লাখ ৫৫ হাজার টাকার, ডরিন পাওয়ারের ১৪ লাখ ২৯ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ১৩ লাখ ৬০ হাজার টাকার, ফিনিক্স ফাইন্যান্সের ১৩ লাখ ৩ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৯ লাখ ৩০ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৮ লাখ ৮০ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকের ৭ লাখ ৬০ হাজার টাকার, বিবিএস ক্যাবলের ৭ লাখ ২৮ হাজার টাকার, লাভেলোর ৭ লাখ ২০ হাজার টাকার, সিঙ্গার বিডির ৬ লাখ ৫৬ হাজার টাকার, মিডাস ফাইন্যান্সের ৬ লাখ ৮ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৬ লাখ টাকার, জিপিএস ফাইন্যান্সের ৫ লাখ ৩৮ হাজার টাকার, গ্লোবাল হেভি কেমিক্যালের ৫ লাখ ৩৪ হাজার টাকার, একমি ল্যাবের ৫ লাখ ২২ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজের ৫ লাখ ১৭ হাজার টাকার, সাইফ পাওয়ারের ৫ লাখ ১৫ হাজার টাকার, অ্যাডভেন্টের ৫ লাখ ১ হাজার টাকার লেনদেন হয়েছে।
Posted ৫:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | rina sristy