শনিবার ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

রবির আইপিও আবেদন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   350 বার পঠিত

রবির আইপিও আবেদন শুরু আজ

আজ থেকে শুরু হচ্ছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন এবং চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।
কোম্পানিটি বিশাল অঙ্কের শেয়ার ইস্যু করবে বলে এই আইপিওতে আবেদনকারীদের শেয়ার বরাদ্দ পাওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। রবির আইপিওতে সাধারণ বিনিয়োগকারী ক্যাটাগরিতে সর্বোচ্চ ৪ গুণ আবেদন জমা পড়তে পারে। সে হিসেবে প্রতি ৪ জনে ১ জন লটারিতে শেয়ার বরাদ্দ পাবেন।

রবির প্রসপেক্টাস অনুসারে, কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করার লক্ষ্যে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ইস্যু করবে। ৫২ কোটি শেয়ারে মধ্যে এলিজেবল ইনভেস্টররা পাবেন ৪০ শতাংশ বা ২০ কোটি ৯৫ লাখ ১৭ হাজার ৩৩৪টি শেয়ার। দেশে বর্তমানে ২ হাজার ২‘শ এলিজেবল ইনভেস্টর রয়েছে। প্রত্যেক এলিজিবল ইনভেস্টর সর্বোচ্চ ২ শতাংশ শেয়ারের জন্য আবেদন করতে পারবে। তবে আবেদন করতে হলে সেকেন্ডারি মার্কেটে সর্বনিম্ন ১ কোটি টাকার বিনিয়োগ থাকতে হবে।

অন্যদিকে আইপিওর মোট শেয়ারের ৬০ শতাংশ তথা ৩১ কোটি ৪২ লাখ ৭৬ হাজার শেয়ার পাবেন সাধারণ বিনিয়োগকারীরা। প্রতি ৫০০ শেয়ার নিয়ে এর মার্কেট লট। এ হিসেবে মোট লট সংখ্যা ৬ লাখ ২৮ হাজার ৫৫২টি।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুসারে, সোমবার পর্যন্ত ২৪ লাখ ২২ হাজার ৯৭২ ব্যক্তি বিনিয়োগকারীর বেনিফিশিয়ারী অ্যাকাউন্ট (বিওধারী) রয়েছে। এই বিওধারী সব বিনিয়োগকারী যদি আবেদন করেন তাহলে ৩ দশমিক ৮৫ গুণ আবেদন জমা পড়বে। সেই হিসেবে প্রতি ৪ জন (৩.৮৫) আবেদনকারীর মধ্যে ১ জন বিয়োগকারী শেয়ার বরাদ্দ পাবেন। তবে বাস্তবে ৩ জনের ১ জন শেয়ার পেতে পারেন। কারণ কখনোই সব বিনিয়োগকারী আইপিওতে আবেদন করেন না।

উল্লেখ্য, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রবি আজিয়াটাকে আইপিওর মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহর অনুমতি দিয়েছে। উত্তোলিত অর্থ রবি আজিয়াটার নেটওয়ার্ক সম্প্রসারণ ও আইপিওর ব্যয় নির্বাহে ব্যয় করবে।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে রবি শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১২ টাকা ৬৪ পয়সা। বিগত ৫ টি নিরীক্ষা আর্থিক প্রতিবেদন অনুযায়ী ভারিত গড় হারে শেয়ার প্রতি লোকসান ১৩ পয়সা। রবির ইস্যু-ম্যানেজার হিসেবে কাজ করছে দেশের অন্যতম মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৮:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।