বৃহস্পতিবার ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রামগড়ে ৬১ বিদ্যালয়ের শিশুদের হাতে নতুন বই

শ্যামল রুদ্র, খাগড়াছড়ি   |   শনিবার, ০২ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   257 বার পঠিত

রামগড়ে ৬১ বিদ্যালয়ের শিশুদের হাতে নতুন বই

রামগড় উপজেলার ৬১টি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বছরের প্রথম দিন শুক্রবার উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক বই উৎসব শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী- উপজেলা নির্বাহী অফিসার মু, মাহমু উল্যাহ মারুফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক,পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন, ১ও২ নং ইউপি চেয়ারম্যান মো. শাহআলম ও মনিন্দ্র ত্রিপুরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. শাহাদাত হোসেন চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার আবু ইউসুফ, সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, স্ব স্ব বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, অভিভাবকরা।

দুর্গম লাচাড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ দেবনাথ বলেল,বছরের শুরুতে পাহাড়ি এলাকার প্রান্তিক শ্রেণীর শিশুরা নতুন বই পেয়ে ভীষণ খুশি। তারা সবাই আনন্দের মধ্য দিয়ে বই নিয়েছে।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৬১টি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেনীর প্রায় ৯ হাজার দুইশত শিক্ষার্থীর মাঝে ৫০ হাজার ৫ শত ৫০ টি নতুন পাঠ্যবই বছরের শুরুতেই স্বাস্থ্যবিধি মেনে কোমলমতি শিশুদের হাতে তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:২৯ অপরাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।