নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৮ আগস্ট ২০২১ | প্রিন্ট | 1566 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ আগস্ট ২০২১ বুধবার বেলা ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী সানাউল হক। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক অজিত চৌধুরী, মো: বেলাল হোসেন, মো: শফিকুল ইসলাম লস্কর, মো: আশরাফ হোসেন স্বতন্ত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুল বাসেত খান, বাংলাদেশ সরকারের প্রতিনিধি অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রুকসানা হাসিন ওয়েবলিংকের মাধ্যমে সংযুক্ত ছিলেন ব্যাংকের পরিচালক মো: ইউনুস আলী ও মো: খলিলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ওয়েবলিংকের মাধ্যমে সংযুক্ত থেকে তাদের বক্তব্য প্রদান করেন সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা।
সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা রাখেন পরিচালনা পর্ষদ, বিনিয়োগকারী ও ব্যবস্থাপনা পর্ষদ। এতে দেখা যায়, আলোচ্য বছরে ব্যাংকটির অনুমোদিত মূলধন ৭শত কোটি টাকার বিপরীতে পরিশোধিত মূলধন হয়েছে ৪১৪ কোটি ১৭ লাখ টাকা। আগের বছর এর পরিমাণ ছিল ৪১৪ কোটি ১৭ লাখ টাকা ২০২০ পরিশোধিত মূলধনের কোন পরিবর্তন হয়নি। তাছাড়া বিধিবদ্ধ ও অন্যান্য সঞ্চিতির পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ হাজার ২২৯ কোটি ৯৯ লাখ টাকায়, যা আগের বছর ছিল ৪১ হাজার ৪৬২ কোটি ৪৩ লাখ টাকা। এক্ষেত্রে এক বছরে সঞ্চিতি বেড়েছে ১১ হাজার ৭৬৭ কোটি ৫৬ লাখ টাকা। আবার বিনিয়োগ গতবছরের ১০ হাজার ৩৬৪ কোটি ৬২ লাখ টাকার স্থলে বর্তমানে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮০৫ কোটি ৪৪ লাখ টাকা। এক্ষেত্রে এক বছরে বিনিয়োগ বেড়েছে ৫ হাজার ৪৪০ কোটি ৮২ লাখ টাকা। তবে এ সময়ে বেড়ে গিয়েছে মোট সম্পদের পরিমাণ। আলোচ্য বছরে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬৩ হাজার ৫৪ কোটি ৭৭ লাখ টাকা, যা আগের বছর ছিল ৪৯ হাজার ৭২৪ কোটি ৯৩ লাখ টাকা। ২০২০সালে শেয়ারহোল্ডারস ইকুইটির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে শেয়ারহোল্ডারস ইকুইটির পরিমাণ ছিলো ১ হাজার ৬৮৭ কোটি ৬০ লাখ টাকা তার বিপরীতে ২০২০ সালে দাঁড়ায় ১ হাজার ৮০৫ কোটি ২৪ লাখ টাকা।
সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির এমন ব্যবসায়িক অগ্রগতিতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমে গিয়েছে। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির ইপিএস দাঁড়িয়েছে ০.৩৯ টাকায়, যা আগের বছর ছিল ১.৩২ টাকা। ২০২০ সালে শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালে এনএভি দাঁড়িয়েছে ৪৩.৫৯ টাকা, যা আগের বছর ছিল ৪০.৭৫ টাকা। বছর সমাপান্তে ব্যবসায়িক এমন পরিসংখ্যানের প্রতি লক্ষ্য রেখে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে পরিচালনা পর্ষদ। বার্ষিক সাধারণ সভার অন্যান্য এজেন্ডার সাথে যা বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
Posted ৬:১১ অপরাহ্ণ | বুধবার, ১৮ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | rina sristy