শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাবনা ও সিরাজগঞ্জে খামারিদের মাথায় হাত

লকডাউনে ধ্বংসের মুখে দুগ্ধশিল্প

নিজস্ব প্রতিবেদক:   |   শনিবার, ০৪ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   486 বার পঠিত

লকডাউনে ধ্বংসের মুখে দুগ্ধশিল্প

করোনা প্রাদুর্ভাব ঠেকাতে সারাদেশ যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মারাত্মক সমস্যায় পড়ছে গরুর খামারীরা। পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্য সরবরাহ করতে পারছে না ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। অন্যদিকে পরিবহন বন্ধ থাকলেও গরু খাদ্য প্রয়োজন প্রতিদিনই। কিন্তু খড়, ভূষি, ছোলা মিলছেনা পর্যাপ্ত। এরকম চলতে থাকলে গো-খাদ্যের সংকট তৈরী হতে পারে। যা নিয়ে চিন্তিত দেশের খামারীরা। ফলে হুমকির মুখে পড়তে যাচ্ছে এই শিল্প। এমনই অভিমত সংশ্লিষ্টদের।

জানা গেছে, পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় মানুষ গরুর খামার করে জীবিকা নির্বাহ করছে। কিন্তু বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে সরকার সারা দেশে লকডাউন ঘোষণা করেছে। ফলে মিল্কভিটাসহ বিভিন্ন দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানের দুগ্ধ সংগ্রহ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে মাথায় হাত পড়েছে খামারিদের।

সাধারণত প্রতিলিটার দুধ ৫০ টাকা থেকে ৬০ টাকা বিক্রি করা হতো। কিন্তু করোনা কারনে লকডাউন থাকায় প্রতিলিটার দুধ ১৫ থেকে ২০/২৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। প্রতিলিটার দুধ উৎপাদনে যে খরচ তাও পাচ্ছেনা এই খামারিরা। তাই লোকসানের পড়তে হচ্ছে প্রতিদিনই। অবিলম্বে সরকারের পক্ষথেকে কোন পদক্ষেপ নেয়া না হলে ধ্বংসের মুখে পড়তে যাচ্ছে এই শিল্প, বলে আশঙ্কা তাদের।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:৪৮ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11168 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।