শনিবার ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লেনদেন দুই হাজার ৭০০ কোটিতে উন্নীত

বিবিএ নিউজ.নেট   |   বুধবার, ০৯ জুন ২০২১   |   প্রিন্ট   |   195 বার পঠিত

লেনদেন দুই হাজার ৭০০ কোটিতে উন্নীত

২০২১-২০২২ অর্থবছরের বাজেট উপস্থানের পর থেকেই পুঁজিবাজারে লেনদেনে গতি ফিরেছে। বাজেট ঘোষণার পর সাড়ে ১০ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছিল। মাত্র তিন কার্যদিবসের ব্যবধানে আজ বুধবার আগের সর্বোচ্চ লেনদেনকেও ছাড়িয়ে গেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৭০০ কোটি টাকার লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে  প্রতিটি সূচক বেড়েছে। পাশিপাশি বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারদর। অঙ্কে লেনদেন হয়েছে ২ হাজার ৭০০ কোটি ৫৫ টাকা টাকা। যা ১০ বছর ৬ মাস ৩ দিন বা ২ হাজার ৪৯৩ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ২০১০ সালের ৬ ডিসেম্বর এ পরিমান লেনদেন হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৭১০ কোটি টাকার।

আজ  ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৫৫.০৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৭০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ২৯৬.২৪ পয়েন্টে এবং ২ হাজার ২০২.৬২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৮টির বা ৫৬.৩৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১২৪টির বা ৩৩.৬০ শতাংশের এবং ৩৭টির বা ১০.০৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৪.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭ হাজার ৫১৫.৫৪ পয়েন্টে।

সিএসইতে আজ ৩০৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮২টির দর বেড়েছে, কমেছে ৯৬টির আর ৩১টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে ৭৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৬:২৩ অপরাহ্ণ | বুধবার, ০৯ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।