বিবিএনিউজ.নেট | সোমবার, ০৫ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 440 বার পঠিত
দায়িত্ব লাভের স্বল্প সময়ের মধ্যে পুঁজিবাজার কঠোরভাবে নিয়ন্ত্রণে সক্ষম হয়েছেন। এর ফলে বাজারে অনেকটাই শৃঙ্খলা ফিরে এসেছে। তাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলামের প্রশংসা করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শনিবার ‘বাংলাদেশের উন্নয়নে পুঁজিবাজারের ভ‚মিকা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ আলোচনা সভার আয়োজন করে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বিএসইসি’র নতুন নেতৃত্বে গত তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে। পুঁজিবাজারের মার্কেট ক্যাপিটাল বাড়ছে। একই সময়ে রেমিটেন্সে ৪৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বিদায়ী বছরে আমাদের প্রবৃদ্ধি হয়েছে ৫.২৪ শতাংশ। চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৮ শতাংশের কাছাকাছি।
উন্নত দেশে পৌঁছাতে হলে শক্তিশালী পুঁজিবাজার প্রয়োজন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ২০০৮ সাল থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অর্থনীতি এগিয়ে চলেছে। কোভিড-১৯ এর ক্ষতি কাটিয়ে উঠছে। আমরা ব্যবসা-বাণিজ্য বাড়াতে চাই। এ সময় সফল ব্যক্তিদের সফলতার গল্প বলে সবাইকে উজ্জীবিত রাখতে অনুরোধ জানান মন্ত্রী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। নতুন কমিশনারের নেতৃত্বে পুঁজিবাজার অকল্পনীয় সাড়া ফেলছে উল্লেখ করে তিনি বলেন, এখন প্রয়োজন আন্তর্জাতিক মানের ম্যাচিউরড পুঁজিবাজার। বিশ্বের সব বাজার নিয়ন্ত্রণ করে প্রাতিষ্ঠানিক ইনভেস্টররা। মার্কেটের ৮০ থেকে ৯০ শতাংশ অবদান রাখেন তারা। কিন্তু বাংলাদেশের পুঁজিবাজারের ঠিক উল্টো। এখানে ৮০ শতাংশ অবদান রাখেন ক্ষুদ্র বিনিয়োগকারী এবং বাকি ১০ থেকে ২০ শতাংশ অবদান রাখেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। এ মুহূর্তে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বৃদ্ধি প্রয়োজন জানিয়ে ব্যাংকগুলোকে ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স দেয়ার আহ্বান জানান তিনি।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) চেয়ারম্যান ব্যারিস্টার নিহাদ কবির, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশের চেয়ারম্যান শেখ কবির হোসেন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট ছায়েদুর রহমান, বাংলাদেশ পাবলিক লিমিটেড কোম্পানির সভাপতি আজম জে চৌধুরী, ডিএসইর পরিচালক রকিবুর রহমান, ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফ আনোয়ার হোসেন।
Posted ১২:০৭ অপরাহ্ণ | সোমবার, ০৫ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | Sajeed