বৃহস্পতিবার ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সপ্তাহের শুরুতে দরপতনে পুঁজিবাজার

  |   রবিবার, ১৯ জুন ২০২২   |   প্রিন্ট   |   75 বার পঠিত

সপ্তাহের শুরুতে দরপতনে পুঁজিবাজার

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ জুন) পুঁজিবাজারে দরপতন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৯ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৯ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে বৃহস্পতিবার (১৬ জুন) উত্থানের পর রোববার পুঁজিবাজারে দরপতন হলো।

ডিএসইর তথ্য মতে, রোববার ডিএসইতে ৩৮২টি প্রতিষ্ঠানের ২০ কোটি ৮২ লাখ ১০ হাজার ৮১৩টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৬২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৮২টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।

এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৯ দশমিক ২৬ পয়েন্ট কমে ৬ হাজার ৪০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ৬ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ২ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৮৯৫ কোটি ৭৮ লাখ ৪ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১ হাজার ৪৬ কোটি ৬৩ লাখ ২২ হাজার টাকার শেয়ার। অর্থাৎ লেনদেন কমেছে।
এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে শাইনপুকুর সিরামিক, সাইফ পাওয়ার, আরএকে সিরামিক, ফুয়াং ফুড, সিনোবাংলা, ইস্টার্ন হাউজিং, মুন্নু ফেব্রিকস, এমারেল্ড অয়েল এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট কমে ১৮ হাজার ৮৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজারটিতে ২৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৯৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ১৮ লাখ ৬৫ হাজার ১৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৭ কোটি ৩৩ লাখ ৩২ হাজার ৬৫৫ টাকা।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৮:২৭ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুন ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।