নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ অক্টোবর ২০২২ | প্রিন্ট | 122 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ২৩ অক্টোবর অনুষ্ঠিত বোর্ড সভায় এই আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রকাশিত ৩০ জুন,২০২২ সমাপ্ত তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদনে অনুযায়ী কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি বছরে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটি ৪ কোটি ৩৭ লাখ টাকার প্রিমিয়াম আয় করেছে, আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬ কোটি ৫৫ লাখ টাকা।
প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ গত ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছে ৩৫ কোটি ৫৭ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাড়িয়েছে ৯০ কোটি ৪৭ লাখ টাকা।
আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ১২ কোটি ৫৬ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১৬৯ কোটি ৮৭ লাখ টাকা।
Posted ১:০৩ অপরাহ্ণ | সোমবার, ২৪ অক্টোবর ২০২২
bankbimaarthonity.com | saed khan