শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সাপ্তাহিক গেইনারে বিমা খাতের আধিপত্য

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   259 বার পঠিত

সাপ্তাহিক গেইনারে বিমা খাতের আধিপত্য

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকায় আধিপত্য বিস্তার করেছে বিমা খাতের কোম্পানি। তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৮টিই বিমা কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে টপটেন গেইনার তালিকার শীর্ষে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি। এই কোম্পানির দর বেড়েছে ৫৩.৩৬ শতাংশ।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি গড়ে প্রতিদিন ১ কোটি ৫২ লাখ টাকার লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ৭ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর বেড়েছে ২৪ দশমিক ১১ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন ৬৮ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৩ কোটি ৪৪ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জনতা ইন্স্যুরেন্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২০ দশমিক ৪১ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ২১ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৯ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতি ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, বিকন ফার্মাসিটিক্যালস, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:০৩ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।