নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | 260 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২৯.৬২ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪ কোটি ৬৭ লাখ ৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৩ লাখ ৪১ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৭ দশমিক ৫৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১ কোটি ২২ লাখ ২৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৪ লাখ ৪৪ হাজার টাকা।
জিলবাংলা সুগার মিলস তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়রটির সর্বোচ্চ দর কমেছে ১৩.৮২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৪৯ লাখ ৩২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৯ লাখ ৮৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রেনউইক যজ্ঞেশ্বর, ইমাম বাটন, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, জুট স্পিনার্স, এমারেল্ড অয়েল ও সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।
Posted ১২:১৩ অপরাহ্ণ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan