নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১২ মার্চ ২০২২ | প্রিন্ট | 140 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (৬-১০ মার্চ’২২) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর কমার বা লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড। বিদায়ী সপ্তাহে ডিএসইতে ফান্ডটির ইউনিট দর কমেছে ১৫.৪৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিদায়ী সপ্তাহে ফান্ডটির ৩১ লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ফান্ডটির প্রতিদিন গড় লেনদেন হয় ৬ লাখ ৩৬ হাজার ২০০ টাকার।
গেইনার তালিকার দ্বিতীয় স্থানে ছিল আরামিট সিমেন্ট লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ১২.৫৬ শতাংশ। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির টাকার অংকে লেনদেন হয়েছে ৮ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার টাকা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে এক কোটি ৭৩ লাখ ৭১ হাজার ২০০ টাকার।
ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি ফাইন্যান্সের ১০.৪৭ শতাংশ, আইডিএলসির ৭.৮০ শতাংশ,সুরিদ ইন্ডাস্ট্রিজের ৭.৫৮ শতাংশ, শ্যামপুর সুগারের ৬.৭৪ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৬.৭২ শতাংশ, লিন্ডে বিডির ৫.৭২ শতাংশ, রেকিট বেনকিজারের ৫.৫৪ শতাংশ এবং ব্র্যাক ব্যাংকের ৫.৪৫ শতাংশ দর কমেছে।
Posted ৩:২০ অপরাহ্ণ | শনিবার, ১২ মার্চ ২০২২
bankbimaarthonity.com | saed khan