নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | 132 বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২০.৩৭ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৭ কোটি ৮৭ লাখ ৯৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার টাকা।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১০.৪৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪১ কোটি ২৩ লাখ ২৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ২৪ লাখ ৬৫ হাজার টাকা।
বসুন্ধরা পেপার মিলস ৮.৮৮ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, সামিট অ্যালায়েন্স, বাংলাদেশ ওয়েডিং ইলেকট্রিকস, হাওয়া ওয়েল টেক্সটাইল (বিডি), রিপাবলিক ইন্স্যুরেন্স ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
Posted ৬:৩২ অপরাহ্ণ | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan