নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | 110 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০৪-০৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সোনালী আঁশের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহের শুরুতে সোনালী আঁশের উদ্বোধনী দর ছিল ৭৬২ টাকা ২০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪৩৪ টাকা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৩২৮ টাকা ২০ পয়সা বা ৪৪.৩৬ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কোহিনূর কেমিক্যালের ১৪.৯৬ শতাংশ,জেনারেশনের ১১.২০ শতাংশ, নাভানা ফার্মার ১০.৮৬ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ১০.৬৭ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ৮.৫৪ শতাংশ, বসুন্ধরা পেপারের ৮.৫৩ শতাংশ, হাক্কানি পাল্পের ৭.৩০ শতাংশ, সোনালী পেপারের ৭.০২ শতাংশ এবং দেশ জেনারেশ ইন্সুরেন্সের ৫.৭৫ শতাংশ দর কমেছে।
Posted ১২:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan