
| মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 28 বার পঠিত
৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেড (এসপিএল)। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সামপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৭ পয়সা।
সামপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ বা ক্যাশ ফ্লো হয়েছে ৬ টাকা ১৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭ টাকা ৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪১ টাকা ৪৪ পয়সা। আগের অর্থবছরে একই সময় যার পরিমাণ ছিল ৩৮ টাকা ২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ এপ্রিল’২৫ বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ মার্চ’২৫।
Posted ১২:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan