বৃহস্পতিবার ১৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানে শেষ হলো সপ্তাহ

বিবিএ নিউজ.নেট   |   বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   140 বার পঠিত

সূচকের উত্থানে শেষ হলো সপ্তাহ

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়  চলতি সপ্তাহের লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে।

আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৫০ পয়েন্ট। চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৩৭ পয়েন্ট। সপ্তাহের রোববার ও সোমবার দরপতনের পর মঙ্গল, বুধ ও বৃহস্পতি এই তিন দিন সূচকের উত্থান হয়েছে।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের ৪৪ কোটি ৯৫ লাখ ১৬ হাজার ১৭১টি শেয়ারের হাতবদল হয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৩টির শেয়ারের দাম কমেছে, বেড়েছে ১৩১টির। আর অপরিবর্তিত ছিল ২১টির দাম।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচক সামান্য বাড়লেও অন্য সূচকগুলো কমেছে। এর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৪৭৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে দুই হাজার ৬৩৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭২৪ কোটি ৪৮ লাখ ১১ হাজার টাকার শেয়ারের। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ ৭৮ হাজার টাকার শেয়ারের। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ারের। দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। তৃতীয় স্থানে ছিল মালেক স্পিনিং। এরপর যথাক্রমে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, সাইফ পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ডেল্টা লাইফ লিমিটেড, ফরচুন সুজ, এনআরবিসি ব্যাংক, জেনেক্স ইনফোসেস, লাফার্জহোলসিম লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১৭ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৬টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮২ টির। আর অপরিবর্তিত রয়েছে ২০টির শেয়ারের দাম।

এই বাজারে লেনদেন হয়েছে ৪২ কোটি ৮৫ লাখ ৫৮ হাজার ৪০১ টাকার শেয়ারের। সিএসইতে গতকাল লেনদেন হয়েছিল ৪২ কোটি ৮৫ লাখ ৫৮ হাজার ৪০১ টাকার শেয়ারের।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।