| রবিবার, ০৩ মার্চ ২০২৪ | প্রিন্ট | 100 বার পঠিত
দেশের শেয়ারবাজারে আজ ০৩ মার্চ সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু তার স্থায়িত্ব ছিল সামান্য। পরবর্তীতে বেলা ১১টার পর একটানা পতনে লেনদেন শেষ হয়। দিনশেষে সূচকের পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬২ শতাংশ বা ৩৯.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৫.১৮ পয়েন্ট।
অপর দুই সূচকের মধ্যে- ডিএসই শরিয়াহ সূচক ৯.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৯.৮৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসই–৩০ সূচক ১৩.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৩.৭৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।
এর মধ্যে দর বেড়েছে ১১০ টির, কমেছে ২৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির।
অর্থাৎ পুঁজিবাজারে ২৮.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ৩১ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৮১১ টি শেয়ার ২ লাখ ৩৪ হাজার ৮৩৮ বার হাতবদল হয়েছে।
টাকার অংকে যার বাজারমূল্য ৯৮১ কোটি ৫৫ লাখ ২৬ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি ডিএসইতে ২৭ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৭৯৩ টি শেয়ার ২ লাখ ১৮ হাজার ৬৭০ বার হাতবদল হয়েছিল।
টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৯১৬ কোটি ৪২ লাখ ০১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬৫ কোটি ১৩ লাখ ২৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৬ শতাংশ বা ৮৩.৬৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ৮৪৪.৭০ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেনে অংশ নিয়েছো ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।
এর মধ্যে দর বেড়েছে ৯৩ টির, কমেছে ১৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।
আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৮ কোটি ১৭ লাখ ৫৩ হাজার ২১৮ টাকা।
গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৭৩ টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ৮৫৫ টাকা।
Posted ৪:৪৯ অপরাহ্ণ | রবিবার, ০৩ মার্চ ২০২৪
bankbimaarthonity.com | saed khan