| সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 32 বার পঠিত
আজ ০৭ অক্টোবর সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীত সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। কিন্তু দুপুর ১২টার পরেই ্একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮১ শতাংশ বা ৪৩.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৩৫.০৫ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮৯.৩৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৪২.২২ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩ টির, কমেছে ২৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৩.৩৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১২ কোটি ৮৬ লাখ ২ হাজার ২১১ টি শেয়ার ১ লাখ ১৯ হাজার ১৮৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৬৬ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৬ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫৩ শতাংশ বা ৮৩.৮০ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৩৭৮.৭৭ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৩০.৪১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৯০.৮৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৬.৫৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৬৪.৩০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৮০ টির, কমেছিল ১৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৫৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে এদিন ৪৫.৯১ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
গত কার্যদিবসে ডিএসইতে ১৪ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৯৮৫ টি শেয়ার ১ লাখ ২৯ হাজার ২৯২ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৬৮ কোটি ১৮ লাখ ৮৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা।
Posted ৫:০৫ অপরাহ্ণ | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan