বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচক ও লেনদেনে নিম্নগতি

বিবিএ নিউজ.নেট   |   বুধবার, ০৭ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   224 বার পঠিত

সূচক ও লেনদেনে নিম্নগতি

আগের কার্যদিবসের মতো বুধবার পতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে। একই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার অঙ্কে লেনদেনও কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৩৫ পয়েন্ট কমে দাঁড়ায় ছয় হাজার ১৭৭.২১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৭৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২.৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে এক হাজার ৩২৭.৪৯ পয়েন্ট এবং দুই হাজার ২৩১.৫৪ পয়েন্টে।

গতকাল ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ১ হাজার ৫৭৭ কোটি ৫৬ লাখ টাকা। যা আগের কার্যদিবস থেকে ২১২ কোটি ১৮ লাখ টাকা কম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ টাকা।

ডিএসইতে গতকাল ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪২টির বা ৩৮.১৭ শতাংশের, শেয়ার দর কমেছে ২০৫টির বা ৫৫.১১ শতাংশের এবং ২৫টির বা ৬.৭২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭২.৩২ পয়েন্ট কমে দাঁড়ায় ১৭ হাজার ৮৮১.৯২ পয়েন্টে।

সিএসইতে গতকাল ৩০৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দর বেড়েছে, কমেছে ১৭০টির আর ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:৪৩ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।