শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সূচক বাড়লেও বাড়েনি লেনদেন

বিবিএ নিউজ.নেট   |   বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   311 বার পঠিত

সূচক বাড়লেও বাড়েনি লেনদেন

আজ বৃহস্পতিবার সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। সূচক বাড়লেও লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার অঙ্কে লেনদেন বাড়েনি।

জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৫.৭৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৯৫ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২০.৩৭ পয়েন্ট এবং সিডিএসইটি ৩.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৮.৫৯ পয়েন্টে, ২১১২.৬৮ পয়েন্টে এবং ১১৭৩.২৫ পয়েন্টে।

ডিএসই ৭০৭ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৮ কোটি ৩০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৭৭৫ কোটি ৮৪ লাখ টাকার।

ডিএসইতে ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০০টির বা ২৮.০১ শতাংশের, শেয়ার দর কমেছে ১৫০টির বা ৪২.০১ শতাংশের এবং ১০৭টির বা ২৯.৯৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৬.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ০০২.৪৯ পয়েন্টে। সিএসইতে ২৫০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দর বেড়েছে, কমেছে ১০২টির আর ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।