শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

স্কয়ার ও বেক্সিমকো ফার্মা বন্দরে বিশেষ সুবিধা পাবে

  |   বুধবার, ০৯ জানুয়ারি ২০১৯   |   প্রিন্ট   |   1484 বার পঠিত

স্কয়ার ও বেক্সিমকো ফার্মা বন্দরে বিশেষ সুবিধা পাবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের দুই কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড চট্টগ্রাম সমুদ্রবন্দরসহ সব বন্দরে বিশেষ সুবিধা পাবে। অন্যান্য কোম্পানির তুলনায় কম সময়ে আমদানি করা কাঁচামাল, মেশিনারিজ ও উৎপাদিত পণ্য খালাস করতে পারবে কোম্পানি দুটি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অথরাইজড ইকোনমিক অপারেটরস (এইও) নামের পরীক্ষামূলক এক ব্যবস্থার আওতায় কোম্পানি দুটিকে এই সুবিধা দিতে চলেছে। তালিকায় অবশ্য পুঁজিবাজারে তালিকা বহির্ভূত ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসও রয়েছে। বিগত কয়েক বছরের ট্র্যাক রেকর্ড পর্যালোচনার ভিত্তিতে কোম্পানি তিনটির ওপর বিশেষ আস্থা রাখতে যাচ্ছে এনবিআর। চলতি মাসেই এই তিন প্রতিষ্ঠান এইও লাইসেন্স পেতে পারে।

জানা গেছে, প্রথম পর্যায়ে ৬ মাসের জন্য এই লাইসেন্স ইস্যু করা হবে। পঞ্চম মাসে পুরো বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে। এতে ইতিবাচক ফল দেখা গেলে লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি এই সুবিধা আরও কিছু কোম্পানির জন্য উন্মুক্ত করা হবে।

এইও লাইসেন্সের আওতায় বেশ কিছু সুবিধা পাবে প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে প্রধানতম সুবিধা হচ্ছে তুলনামূলক কম সময় ও কম খরচে পণ্য ছাড়করণ।
কোম্পানিগুলোর আমদানি করা পণ্য বন্দরে পৌঁছালে সেগুলোর শুল্ক নির্ধারণ প্রক্রিয়ায় ৭ থেকে ১০ দিন পর্যন্ত সময় সাশ্রয় হবে। অন্যদিকে মূল্য সংযোজন কর নির্ধারণের বিষয়টি চূড়ান্ত করা ছাড়াই সরাসরি ওইসব পণ্য কোম্পানির কারখানায় নিয়ে যাওয়া যাবে। সেখানে পণ্যের মূল্য সংযোজন কর নির্ধারণ প্রক্রিয়া শেষ করা হবে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১১:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ জানুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।