শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১০ দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দাম

বিবিএনিউজ.নেট   |   সোমবার, ১৯ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   473 বার পঠিত

১০ দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দাম

দশ দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দাম। প্রতি ভরি সোনায় সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে। গত রোববার এই সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

এর আগে গত ৮ আগস্ট সোনার দাম বাড়ায় বাজুস। তখনও প্রতিভরি সোনায় সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ায় সংগঠনটি।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়ার কারণে দেশেও দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতিভরি ২২ ক্যারেট (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ৫৬ হাজার ৮৬২ টাকা।
এদিকে রোববার পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৫৫ হাজার ৬৯৫ টাকায়। অবশ্য, গত ২৪ জুলাই থেকে গত ৭ আগস্ট প্রর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয় ৫৩ হাজার ৩৬২ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলছে, নতুন দাম অনুযায়ী, ২১ ও ১৮ ক্যারেটের সোনার প্রতি ভরিতেও বেড়েছে এক হাজার ১৬৬ টাকা। প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৪ হাজার ৮৭৫ টাকা। অর্থাৎ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার (১১.৬৬৪ গ্রাম) দাম পড়বে ৫৬ হাজার ৮৬২ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম পড়বে ৫৪ হাজার ৪১৭ টাকা। রবিবার পর্যন্ত এই ধরনের সোনা বিক্রি হয়েছে ভরিপ্রতি ৫৩ হাজার ৩৬২ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ৫১৩ টাকা। রোববার পর্যন্ত এই মানের সোনা বিক্রি হয়েছে ভরিপ্রতি ৪৮ হাজার ৩৪৭ টাকা। আর প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২৯ হাজার ১৬০ টাকা। রোববার পর্যন্ত এই মানের সোনা বিক্রি হয়েছে ২৭ হাজার ৫৮৫ টাকা। সব ধরনের সোনার দাম বাড়লেও কমেছে রুপার দাম। প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম নির্ধারণ করা হয়েছে ৯৩৩ টাকায়। রোববার এই ধরনের রুপা বিক্রি হয়েছে এক হাজার ১৬৬ টাকা। তবে, ২৩ ক্যারেট প্লাটিনাম আগের দাম অর্থাৎ প্রতি ভরি বিক্রি হবে ৬৫ হাজার ২৬ টাকা।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:১২ অপরাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11186 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।