নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ জুন ২০২১ | প্রিন্ট | 252 বার পঠিত
আগামীকাল ৩০ জুন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড কারণে স্থগিত থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুলো হলো- প্রগতি ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড কমর্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)। এর আগে এসব কোম্পানির শেয়ার ২৮ ও ২৯ জুন স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড : বীমা খাতের কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩৩ পয়সা, যা আগের বছর ২ টাকা ৩১ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৯ টাকা ১০ পয়সা।
আগামী ১১ আগস্ট, বুধবার বেলা আড়াইটায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
প্রগতি ইন্স্যুরেন্স : ৩১ ডিসেম্বর ২০২০ এ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বীমা খাতের কোম্পানিটি।
ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৬ আগস্ট সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৭ পয়সা। আগের বছর একই সময় যার যা ছিল ৩ টাকা ১৯ পয়সা।
শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৮ টাকা ৫৩ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ৫ টাকা ৫৭ পয়সা।
শেয়ার প্রতি সম্পদ মূল্য ৫৩ টাকা ৫১ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ৫০ টাকা ৬৩ পয়সা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক : ব্যাংকের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক।
সর্বশেষ বছরে কোম্পানির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৪২ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ৩৫ পয়সা।
সর্বশেষ বছরে এককভাবে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩৫ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ২৮ পয়সা।
আগামী ৫ আগস্ট বিকাল ৩ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
Posted ১২:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুন ২০২১
bankbimaarthonity.com | saed khan