বিবিএ নিউজ.নেট | সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট | 351 বার পঠিত
চার পদে জনবল নিয়োগ দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হতেই জনবল নিয়োগের আরেকটি বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, এমডি পদে নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি খুব শিগগিরই চূড়ান্ত রূপ পাবে। এরমধ্যে নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাও সম্পন্ন করবে ডিএসই। জনবল সংকটের কারণে অনেক কাজ ধীর গতিতে চলছে। তাই চারটি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ডিএসই।
যেসব পদে নিয়োগ দেবে সেগুলো হচ্ছে— ডেপুটি জেনারেল ম্যানেজার, ম্যানেজার, এক্সিউটিভ এবং নিরাপত্তা সুপারভাইজার। এসব পদে আগ্রহী প্রার্থীদের নিকট আগামী ৫ জানুয়ারির মধ্যে আবেদন আহ্বান করেছে ডিএসই।
ডিজিএম পদে এমবিএ বা ম্যানেজমেন্টে মাস্টার্সসহ বাংলাদেশ আর্মড ফোর্সেসে লেফটেনেন্ট কর্নেল বা মেজর সমমর্যাদার পদে চাকরি করেছে এমন প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করেছে ডিএসই। তাছাড়া, এ পদে বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে। ম্যানেজার পদেও একই যোগ্যতা চাওয়া হয়েছে। তবে এ পদে বয়সসীমা ৪০ হলেই একজন প্রার্থী আবেদন করতে পারবেন।
এক্সিকিউটিভ পদেও আর্মড ফোর্সেস বা ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্সে অফিসার, ডেপুটি অ্যাসিটেন্ট ডাইরেক্টর পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে সেফটি ম্যানেজমেন্ট কোর্স ছাড়াও আরো কিছু শর্ত এ পদে আগ্রহীদের জন্য দিয়েছে ডিএসই।
Posted ৩:৪৫ অপরাহ্ণ | সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | rina sristy