শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৭ হাজার ২০০ পয়েন্টের কাছে ডিএসইএক্স সূচক

বিবিএ নিউজ.নেট   |   বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   200 বার পঠিত

৭ হাজার ২০০ পয়েন্টের কাছে ডিএসইএক্স সূচক

একের পর এক রেকর্ড করছে পুঁজিবাজারের সূচক। সাত হাজার একশ পয়েন্টের রেকর্ডের পর আরো এক রেকর্ডের কাছাকাছি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের।

বুধবার (০৮ সেপ্টেম্বর) বড় উত্থানের মাধ্যমে সূচকটি সাত হাজার দুইশত পয়েন্টের খুব কাছে পৌঁছায়। আজ শেয়ারবাজারের সব সূচক কমেছে। তবে টাকার অঙ্কে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ১৯৬.৩২ পয়েন্টে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২০.০৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৯.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৭১.৯১ পয়েন্টে এবং দুই হাজার ৬১৩.৫৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ২ হাজার ৫৫৫ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩১০ কোটি ৬৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫২টির বা ৪০.৬৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১৮৬টির বা ৪৯.৭৩ শতাংশের এবং ৩৬টির বা ৯.৬৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮১.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৯৭৯.০১ পয়েন্টে।

সিএসইতে আজ ৩২৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৫টির দর বেড়েছে, কমেছে ১৫৯টির আর ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৬:৩০ অপরাহ্ণ | বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।