৯ম রমজান

ইফতারের সময় বাকি আছে

00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড

ইফতারের সময় হয়েছে।
ইফতার করুন।

শুধুমাত্র ঢাকা জেলার জন্য প্রযোজ্য

সেহরির সময় বাকি আছে

00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড

শুধুমাত্র ঢাকা জেলার জন্য প্রযোজ্য

Advertisement
  • পুঁজিবাজার নিয়ে মেলা শুরু ৫ জানুয়ারি

    | ০৩ জানুয়ারি ২০২৩ | ২:২৯ অপরাহ্ণ

    পুঁজিবাজার নিয়ে মেলা শুরু ৫ জানুয়ারি
    apps

    করোনা মহামারির কারণে ৩ বছর বন্ধ থাকার পর এবার পুঁজিবাজার নিয়ে মেলা শুরু হচ্ছে। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইডিইবি) আগামী ৫, ৬ ও ৭ জানুয়ারি এ মেলা অনুষ্ঠিত হবে। তিন দিনব‍্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

    মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের এ তথ‍্য জানিয়েছেন ক্যাপিটাল মার্কেট এক্সপোর আয়োজক অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান।

    Progoti-Insurance-AAA.jpg

    এ সময় এক্সপোর পার্টনার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও উপস্থিত ছিলেন।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় তিন দিনব‍্যাপী ক্যাপিটাল মার্কেট এক্সপোর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। আগামী ৭ জানুয়ারি সন্ধ্যা ৬টায় এক্সপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।


    এতে বলা হয়, করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি নতুন সঙ্কটে পড়েছে। আমাদের অর্থনীতি এবং পুঁজিবাজারেও পড়েছে এর নেতিবাচক প্রভাব। বিশেষ এই পরিস্থিতিতে সঞ্চয়, বিনিয়োগ ইত্যাদি বিষয়ে আরও বেশি সচেতনতা প্রয়োজন।

    অন্যদিকে পুঁজিবাজার ও অর্থনীতিতে চাপকে সামনে রেখে অতিমাত্রার যে আতঙ্ক ছড়িয়েছে, অর্থনীতির স্বার্থে ওই আতঙ্ক দূর করাও বেশ জরুরি। প্রয়োজন আস্থা ফেরানো। এসব বিষয়কে সামনে রেখে এবার ক্যাপিটাল মার্কেট এক্সপোর আয়োজন করা হচ্ছে।

    এক্সপোতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, শীর্ষ মার্চেন্ট ব্যাংক, ব্রোকারহাউজ, তালিকাভুক্ত কোম্পানি ৩৫টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। পার্টনার হিসেবে থাকবে বিআইসিএম, বিএএসএম, আইসিএবি, আইসিএমএবি ও আইসিএসবি।

    এবারও এক্সপো উপলক্ষে পুঁজিবাজার ও অর্থনীতির নানা বিষয়ে একাধিক সেমিনারের আয়োজন করা হবে। এসব সেমিনারে দেশের খ্যাতিমান শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার, অ্যাসেট ম্যানেজার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট প্রমুখ অংশ নেবেন।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ২:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি