নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৩ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | 409 বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৬.৯৫ শতাংশ।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ২৬ লাখ ২৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৫ লাখ ২৫ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫ দশমিক ৩৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৯৬ কোটি ৩১ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৯ কোটি ২৬ লাখ ২৪ হাজার টাকা।
সাভার রিফ্যাক্ট্ররিজ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১৪.৯৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫৪ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ লাখ ৮৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ম্যানুফ্যাকচারিং, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, জুট স্পিনার্স,মিথুন নিটিং অ্যান্ড ডাইং, সি অ্যান্ড এ টেক্সটাইল, রবি আজিয়াটা ও ডেল্টা স্পিনার্স লিমিটেড।
Posted ১১:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | saed khan