নিজস্ব প্রতিবেদক: | মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 82 বার পঠিত
আজ ০১ আগস্ট ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস সোমবার গ্রীন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেডের ক্লোজিং দর ছিল ৭০ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭৭ টাকা ৪০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৯০ পয়সা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অ্যামারেল্ড অয়েলের ৮.৩৫ শতাংশ, পিপলস ইন্সুরেন্সের ৮.৩১ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৭.৩৬ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৬.৯২ শতাংশ, আজিজ পাইপসের ৬.৫১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৬.১৬ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্সের ৫.৭৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৫.৪৭ শতাংশ এবং বীচ হ্যাচারির ৪.৮০ শতাংশ শেয়ারদর বেড়েছে।
Posted ৪:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan