নিজস্ব প্রতিবেদকঃ | রবিবার, ০৫ মে ২০১৯ | প্রিন্ট | 531 বার পঠিত
ব্যাংক ও আর্থিকখাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ই মে সকাল ১১টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট (আইডিইবি) মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। কোম্পানি চেয়ারম্যান শিব্বির মাহমুদের সভাপতিত্বে ও কোম্পানি সচিব এস কিউ বজলুর রশিদের পরিচালনায় ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর মো. সালেহসহ অন্যান্য পরিচালক ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদন থেকে দেখা যায়, আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির মোট সম্পদ ১৫৩ কোটি টাকা বৃদ্ধি পেয়ে প্রায় এক হাজার ৬৭৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে শেয়ারহোল্ডার ইকুইটি আগের বছরের চেয়ে পাঁচ কোটি টাকা বৃদ্ধি পেয়ে প্রায় ১৯৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। উল্লিখিত সময়ে প্রতিষ্ঠানটির ইপিএস এবং এনএভি বৃদ্ধি পেয়ে যথাক্রমে ১.৮২ টাকা ও ১৪.৬৫ টাকায় ছিল।
সভায় বিনিয়োগকারীদের সম্মতিক্রমে ১০ শতাংশ নগদ ও ৪.৫০ শতাংশ বোনাসসহ মোট ১৪.৫০ শতাংশ লভ্যাংশ ও বিবিধ এজেন্ডা অনুমোদন করা হয়।
Posted ২:৩৯ অপরাহ্ণ | রবিবার, ০৫ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed