• সম্মিলিতভাবে শেয়ার ধারণে আরও এক মাস সময় বাড়লো

    বিবিএ নিউজ.নেট | ০৭ ডিসেম্বর ২০২১ | ১১:৪৬ পূর্বাহ্ণ

    সম্মিলিতভাবে শেয়ার ধারণে আরও এক মাস সময় বাড়লো
    apps

    উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে আরও এক মাস সময় পেল পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৫টি কোম্পানি। সোমবার (৬ ডিসেম্বর) এসব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) এ সংক্রান্ত চিঠি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

    চিঠিতে আগামী এক মাসের মধ্যে শেয়ার ধারণে ব্যর্থ হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার দেওয়া হয়েছে। বিষয়টি দুই স্টক এক্সচেঞ্জ ঢাকা-চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) এমডিকে জানানো হয়েছে।

    Progoti-Insurance-AAA.jpg

    কোম্পানিগুলো হলো-সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, রতনপুর স্টিল রি-লোরিং মিলস (আরএসআরএম), প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি, মিথুন নিটিং অ্যান্ড ডায়িং, অলিম্পিক এক্সেসরিজ, ফার্মা এইডস, সি অ্যান্ড এ টেক্সটাইলস, ডেল্টা স্পিনার্স, কাট্টালি টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, আজিজ পাইপস, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, আলহাজ্জ টেক্সটাইল মিলস, অগ্নি সিস্টেমস, অ্যাডভান্ট ফার্মা, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুডস, জেনারেশন নেক্সট ফ্যাশন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ফ্যামিলিটেক্স বিডি, ফাইন ফুডস, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ ও ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

    Facebook Comments Box


    বিষয় :

    বাংলাদেশ সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ ক্যালেন্ডার

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি