
| বুধবার, ২৪ জুলাই ২০১৯ | প্রিন্ট | 417 বার পঠিত
কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক সরকারের কাছে ১ হাজার কাছে কোটি টাকার পুন:অর্থায়ন তহবিল চাইলে আজও সরকারী গ্যারান্টি মেলেনি। তবে এ তহবিলের বিষয়টি প্রক্রিয়াধীন বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, সরকারের কৃষি ও কৃষকবান্ধব নীতির সঙ্গে সঙ্গতি রেখে টেকসই উন্নয়নের লক্ষ্যে হিসেবে দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি এবং সুস্বাস্থ্য অর্জনের উদ্দেশ্যে কৃষি ঋণ সরবরাহের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক সরকারের কাছে ১ হাজার কোটি টাকার পুন: অর্থায়ন তহবিল চায়। ১ লা জুলাই বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় কৃষি ব্যাংককে ১০০০ কোটি টাকার তহবিল দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এবং তা অর্থমন্ত্রণালয়কে জানানো হয়। তবে এ ঋণের ব্যাপারে অর্থমন্ত্রণালয় এখনও কোনো গ্যারান্টি দেয়নি। মন্ত্রণালয়ের নিশ্চয়তাপত্র আসলেই বাংলাদেশ ব্যাংক কৃষি ব্যাংককে এ তহবিল প্রদান করবে।
কৃষি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে থেকে ৫ শতাংশ হারে এ ঋণ গ্রহণ করে। কৃষকদের মাঝে তা ৯ শতাংশ হারে বিতরণ করে।
এদিকে কৃষি উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখার লক্ষ্যে চলতি বছর ২৪ হাজার ১২৪ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। কাজু বাদাম ও রাম্বুটান চাষ, কচুরিপানার ডাবল বেড পদ্ধতিতে আলু চাষ, ছাগল, ভেড়া, গাভী পালন, গরু মোটা তাজাকরণ ও বাণিজ্যিকভাবে রেশম উৎপাদনে এ ঋণ প্রদান করা যাবে।
Posted ৭:১৬ অপরাহ্ণ | বুধবার, ২৪ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed