• এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান রুমী আলী

    বিবিএনিউজ.নেট | ২৬ এপ্রিল ২০১৯ | ১০:৩৮ পূর্বাহ্ণ

    এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান রুমী আলী
    apps

    এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান পদে মোহাম্মদ এ. (রুমী) আলীকে মনোনীত করেছে।

    রুমী আলী তার কর্মজীবনে বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও, বোর্ড সদস্য এবং চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

    Progoti-Insurance-AAA.jpg

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৭৫ সালে তিনি এএনজেড গ্রিনডলেজ ব্যাংকে (বাংলাদেশ) কর্মজীবন শুরু করেন। ১৯৯৭ সালে প্রথম বাংলাদেশী হিসেবে ব্যাংকটির বাংলাদেশ অপারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিযুক্ত হন। ২০০০ সালে ব্যাংকটি স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রুপ কর্তৃক অধিগ্রহণের পর, তিনি ব্যাংক দুটির যৌথ কার্যক্রমেরও প্রথম সিইও নির্বাচিত হন।

    ২০০২ সালের নভেম্বরে তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে যোগ দেন।


    কর্মজীবনে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদে দায়িত্ব পালন করেন। রুমী আলী ব্র্যাকের এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রথম মোবাইল আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

    বর্তমানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের সিইও হিসেবে নিয়োজিত রয়েছেন।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১০:৩৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি