বিবিএ নিউজ.নেট | ৩০ অক্টোবর ২০২১ | ৭:২৯ অপরাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস.আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডের আজকের পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। আগামী ৩ নভেম্বর এই সভাটি অনুষ্ঠিত হবে।
কোম্পানি সূত্রোে এই তথ্য জানা গেছে।
গত ২১ অক্টোবর কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছিল, আজ শনিবার (৩০ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের একটি সভা হবে, যে সভায় গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এই সভায় ওই প্রতিবেদন অনুমোদন পেলে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু অনিবার্য কারণে আজকের সভাটি স্থগিত করা হয়েছে বলে অর্থসূচককে জানিয়েছেন এস আলম আলম কোল্ড রোল্ড স্টিলসের কোম্পানি সচিব সহেল আমিন।
উল্লেখ, গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছিল ৫৫ পয়সা। আর সর্বশেষ হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯ পয়সা।
বাংলাদেশ সময়: ৭:২৯ অপরাহ্ণ | শনিবার, ৩০ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | rina sristy