| ২৫ জানুয়ারি ২০১৯ | ৭:৫১ অপরাহ্ণ
আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস বলেছেন, বাংলাদেশে বীমাশিল্পের অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি না। তিনি বলেন, কৃষিশিল্প, স্বাস্থ্য, পরিবেশ, নৌপরিবহনসহ প্রত্যেকটি সেক্টর বীমার আওতায় আনার বিধিবিধান থাকলেও আমরা সেগুলোকে আমলে নিচ্ছি না। আমরা নিজ উদ্যোগে তাদের কাছে যাচ্ছি না। এটা আমাদের দুর্বলতা। তবে তিনি আশা প্রকাশ করেন সরকার যদি আইনের বিধান অনুযায়ী সবাইকে বীমার আওতায় নিয়ে আসার বাধ্যবাধকতা করে দেয় তবেই বীমা সেক্টরের সেই অফুরন্ত সম্ভাবনাকে কাজে লাগানো যাবে।
২৩ জানুয়ারি, বুধবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে ‘বীমা শিল্পের সমস্যা ও উন্নয়ন’ নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে তিনি আরো বলেন, ক্লেইম সেটেলমেন্টের বিষয়ে আমরা যদি দ্রæত ব্যবস্থা গ্রহণ করতে পারি, তাহলেই সব সেক্টরের গ্রাহকদের আস্থা অর্জন করা যাবে। নতুন নতুন সেক্টরকে বীমাখাতের আওতায় আনতে নতুন পরিকল্পনা ও উদ্যোগের বিষয়েও তিনি তার মতাতম তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ৭:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed