বিবিএনিউজ.নেট | রবিবার, ২৩ জুন ২০১৯ | প্রিন্ট | 616 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেড ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
আজ রোববার রাজধানীর আইডিইবি ভবনে ইন্স্যুরেন্সটির ২৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়।
৩০ জুন, ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করেছে ই্স্যুরেন্সটি। আলোচ্য সময়ে ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। ৩০ জুন ২০১৮ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২০ টাকা ৬০ পয়সা।
কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মতিন, পরিচালক আলহাজ নাছির উদ্দিন, আলহাজ আব্দুস সামাদ, ব্যারিস্টার ফয়সাল আহমেদ পাটোয়ারী, প্রফেসর ড. জয়নাব বেগম, ফেরদৌসি ইসলাম, এমডি আবদুল হক এফসিএ, কোম্পানির সচিব এম এইস গালিব উপস্থিত ছিলেন।
Posted ২:০৬ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুন ২০১৯
bankbimaarthonity.com | Sajeed