বিবিএনিউজ.নেট | ২৫ নভেম্বর ২০২০ | ১২:৩৩ অপরাহ্ণ
প্রতি বছর ২৫ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস। দক্ষিণ আমেরিকার ডমিনিকান রিপাবলিকের স্বৈরাচারী শাসক রাফায়েল ট্রুজিল্লোর বিরুদ্ধে প্রতিবাদ করায় ১৯৬০ সালের এই দিনে প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবেল নামে তিন বোনকে হত্যা করা হয়। ২৫ নভেম্বরের এই নির্যাতন বিশ্বের নারী সমাজে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফলে ১৯৮১ সালে দক্ষিণ আমেরিকার নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বরকে নারী নির্যাতনের বিরুদ্ধে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়।
১৯৯৩ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত বিশ্ব মানবাধিকার সম্মেলনে এই দিবসটি স্বীকৃতি পায়। তখন থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হচ্ছে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয় ৷ বিভিন্ন দেশের সরকারি, আধাসরকারি সংগঠন এবং এন জি ও গুলো ২০০০ সালের ২৫ নভেম্বর থেকে এই দিনটি পালন করে আসছে।
জাতিসংঘ প্রতিবছর বিশ্বব্যাপী বিভিন্ন দেশের বিভিন্ন সংগঠনকে উৎসাহিত ও সহযোগিতা করে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস পালন করে থাকে।
বাংলাদেশ সময়: ১২:৩৩ অপরাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |