
বিবিএনিউজ.নেট | সোমবার, ০১ এপ্রিল ২০১৯ | প্রিন্ট | 704 বার পঠিত
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড আইপিও’র (প্রাথমিক গণপ্রস্তাবের) মাধ্যমে পুঁজিবাজার থেকে ২০০ কোটি টাকা মূলধন তোলার প্রস্তুতি শুরু করেছে।
পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে ব্যাংকটি। রোববার এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে দুই প্রতিষ্ঠান।
মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর অঙ্গপ্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সোহেল রহমান চুক্তিতে সই করেন।
এই চুক্তির ফলে এসবিএসি ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ দিল বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম মোয়াজ্জেম হোসেন, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ডেপুটি সিইও সুলতান আহমেদ, ব্যাংকের পরিচালক সৈয়দ হাফিজুর রহমান, কোম্পানি সেক্রেটারি মোকাদ্দেস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এসবিএসি ব্যাংক ২০১৩ সালে কার্যক্রম শুরু করে। বর্তমানে ৩০টি ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে।
Posted ৩:১১ অপরাহ্ণ | সোমবার, ০১ এপ্রিল ২০১৯
bankbimaarthonity.com | Sajeed