• ফেব্রুয়ারিতে ঢাকায় পুঁজিবাজার মেলা

    | ১৪ জানুয়ারি ২০১৯ | ২:৫৪ অপরাহ্ণ

    ফেব্রুয়ারিতে ঢাকায় পুঁজিবাজার মেলা
    apps

    রাজধানী ঢাকায় আবারও বসছে পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ মেলা -বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো। বিশেষায়িত অনলাইন পত্রিকা অর্থসূচক -এর আয়োজনে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই এক্সপো অনুষ্ঠিত হবে। এটি এই এক্সপোর চতুর্থ আয়োজন।

    ক্যাপিটাল মার্কেট এক্সপোতে দেশের শীর্ষ ব্রোকার হাউস, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, তালিকাভুক্ত কোম্পানিসহ বিভিন্ন স্টেকহোল্ডার স্টল নিয়ে তাদের পণ্য ও সেবা তুলে ধরবে।

    Progoti-Insurance-AAA.jpg

    এক্সপো উপলক্ষে পুঁজিবাজার ও অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে একাধিক সেমিনারের আয়োজন করা হবে। এতে খ্যাতনামা শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার, অ্যাসেট ম্যানেজার, বিশ্লেষক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, বিভিন্ন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও কোম্পানি সচিবরা (সিএস) অংশ নেবেন।

    আগের আয়োজনগুলোর মতো এবারও সরকারের সিনিয়র একজন মন্ত্রী প্রধান অতিথি হিসেবে এক্সপো উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুঁজিবাজারের অভিভাবক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং একাধিক কমিশনার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন পর্বে অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও বিমা উন্নয়ন কর্তৃপক্ষের (আইডিআরএ) কর্মকর্তারাও অংশ নেবেন।


    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ২:৫৪ অপরাহ্ণ | সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি