| ০১ জানুয়ারি ২০১৯ | ১২:০৫ অপরাহ্ণ
২০১৮ সালে ডিভিডেন্ডের হার পরিবর্তনের কারণে পুঁজিবাজারের ২৮ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। এর মধ্যে বেশি ডিভিডেন্ড দেওয়ায় ১৩ কোম্পানির ক্যাটাগরি উন্নীত হয়েছে। ডিভিডেন্ড কম দেওয়ায় কিংবা একেবারে না দেওয়ায় ১৫ কোম্পানির ক্যাটাগরি অবনমন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য মিলেছে।
বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেওয়ায় ১৩ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তনে উন্নতি হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে-গত ২৪ জুলাই জেড ক্যাটাগরি থেকে “এ” ক্যাটাগরিতে উন্নীত হয়েছে মাইডাস ফাইন্যান্স। একইভাবে ২৮ ফেব্রুয়ারি এ ক্যাটাগরিতে উন্নীত হয় সিনোবাংলা ও ২৯ জানুয়ারি আলিফ ইন্ডাস্ট্রিজ। এ ছাড়া গত ৮ ফেব্রুয়ারি জেড থেকে বি ক্যাটাগরিভুক্ত হয়েছে ম্যাকসন্স স্পিনিং। একই কারণে গত ২৮ জানুয়ারি মেট্রো স্পিনিং, ১০ জানুয়ারি আজিজ পাইপস, ১ অক্টোবর সানলাইফ ইন্স্যুরেন্স, ১৯ সেপ্টেম্বর জনতা ইন্স্যুরেন্স, ২৮ জানুয়ারি মেট্রো স্পিনিং ও ১০ জানুয়ারি আজিজ পাইপস বি ক্যাটাগরিভুক্ত হয়েছে।
এদিকে, ১০ শতাংশের বেশি ডিভিডেন্ড দেওয়ায় ৯ জুলাই “বি” থেকে এ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে ইন্টারন্যাশনাল লিজিং। একইভাবে ৮ জুলাই এফএএস ফাইন্যান্স ও ৫ ফেব্রুয়ারি মুন্নু সিরামিকের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে।
অন্যদিকে, ডিভিডেন্ড ১০ শতাংশের নিচে কমে যাওয়ায় সর্বশেষ গত বৃহস্পতিবার বস্ত্র খাতের কোম্পানি জাহিনটেক্সকে “এ” ক্যাটাগরি থেকে “বি” ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে। একইভাবে বি ক্যাটাগরিতে গেছে গত ২৬ ডিসেম্বর দেশবন্ধু পলিমার, ২৩ ডিসেম্বর খান ব্রাদার্স পিপি, ১৭ ডিসেম্বর বেঙ্গল উইন্ডসর, ১০ ডিসেম্বর আরডি ফুড, ২৬ নভেম্বর বাংলাদেশ শিপিং করপোরেশন, ১১ নভেম্বর সাবমেরিন কেবলস ও ২ জুলাই ইউনিয়ন ক্যাপিটাল।
অপরদিকে, ডিভিডেন্ড না দেওয়ায় জিবিবি পাওয়ারকে জেড ক্যাটাগরিভুক্ত করা হয়েছে গত ৩০ অক্টোবর। একই রকম ক্যাটাগরি অবনমন হয়েছে গত ২৫ সেপ্টেম্বর নর্দার্ন জুটের, ২৪ সেপ্টেম্বর ইভিন্স টেক্সটাইলের, ১৯ সেপ্টেম্বর জনতা ইন্স্যুরেন্সের, ১৪ আগস্ট পদ্মা লাইফের, ৬ মে এবি ব্যাংকের। এ ছাড়া ১৯ এপ্রিল ফারইস্ট ফাইন্যান্স বি থেকে জেডে অবনমন হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed