• বেলজিয়ামের পার্লামেন্ট ভোটে বাংলাদেশি নারী

    বিবিএনিউজ.নেট | ১৮ এপ্রিল ২০১৯ | ২:৩৮ অপরাহ্ণ

    বেলজিয়ামের পার্লামেন্ট ভোটে বাংলাদেশি নারী
    apps

    মে মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য বেলজিয়ামের সংসদ নির্বাচনে বেলজিয়ামের ওয়ার্কাস পার্টি ‘পিভিডিএ’ এর মনোনয়ন পেয়েছেন এক বাংলাদেশি নারী।

    এন্টওয়ার্প আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পাওয়া শায়লা শারমিন এর আগে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    Progoti-Insurance-AAA.jpg

    ২৬ মে বেলজিয়ামের জাতীয় নির্বাচনে শায়লাই হবেন প্রথম কোনও বাংলাদেশি প্রার্থী।

    শায়লার নির্বাচনী আসন এন্টওয়ার্প বহু ভাষাভাষী অভিবাসীদের বসবাস। বেলজিয়ামের ডায়মন্ড শহর নামে পরিচিত এন্টওয়ার্পেই সবচেয়ে বেশি বাংলাদেশিদের বসবাস। ধারণা করা হয় এ কারণেই পিভিএডি পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শারমিন শায়লা।


    বাংলাদেশি অধ্যুষিত এলাকা বলে আসন্ন নির্বাচনে শারমিন শায়লাকেই ‘ফেভারিট’ বলে মনে করছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

    বেলজিয়াম জাতীয় নির্বাচনে শারমিন শায়লার প্রার্থী হওয়ার গল্প এখন প্রবাসী বাঙালিদের মুখে মুখে। যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্রের পর বেলজিয়ামে প্রথম কোনও বাংলাদেশির জাতীয় নির্বাচনে অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করছেন স্থানীয় প্রবাসীরা।

    শারমিন শায়লার পৈর্তৃক বাড়ি বরিশাল হলেও বেড়ে উঠেছেন ঢাকায় । তিনি ২০০৬ সাল থেকে স্বামী ও এক ছেলে সন্তান নিয়ে বেলজিয়াম স্থায়ীভাবে বসবাস করছেন।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ২:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি