• বেড়েছে সূচক কমেছে লেনদেন

    নিজস্ব প্রতিবেদক | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ | ৫:৩১ অপরাহ্ণ

    বেড়েছে সূচক কমেছে লেনদেন
    apps

    বিদায়ী সপ্তাহের শেষ দুই কার্যদিবসের ধারাবাহিকতায় চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের উভয় পুঁজিবাজারে সূচক বৃদ্ধি পেয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন।

    রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বৃদ্ধি পেতে থাকে। একপর্যায়ে সূচক দিনের সর্বোচ্চ ৪৪ পয়েন্টের বেশি বৃদ্ধি পায়। এরপর শেয়ার বিক্রির চাপে সূচক কিছুটা নেতিবাচক হলেও দিনের শেষ পর্যন্ত তা পজেটিভ অবস্থানে থেকেই লেনদেন শেষ হয়।

    Progoti-Insurance-AAA.jpg

    এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ৫৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৭৭৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস ইনডেক্স ৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ ইনডেক্স ৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪ পয়েন্টে।

    এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। ফলে লেনদেন হয়েছে সাতশ’ ২৫ কোটি টাকার কিছু বেশি। এর আগের কার্যদিবস লেনদেন হয় ৯৩২ কোটি ৩৭ লাখ ৮ হাজার টাকার।


    অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আগের কার্যদিবসের তুলনায় সূচক বৃদ্ধি পেয়ে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

    সিএসইতে সার্বিক সূচক ৫২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান নিয়েছে ১৭ হাজার ৬৫৪ পয়েন্টে। আর সিএসসিএক্স সূচক ৩৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১০ হাজার ৬৮৪ পয়েন্টে অবস্থান করছে।

    এ বাজারে লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ১১৩টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম।

    সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ কোটি ৪৯ লাখ ৯৬ হাজার টাকা। এর আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিলো ৩৪ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকা।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৫:৩১ অপরাহ্ণ | রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি