• শাহজালালে চীনা যাত্রীর কাছ থেকে সাড়ে পাঁচ কেজি সোনা উদ্ধার

    বিবিএনিউজ.নেট | ২৪ মার্চ ২০১৯ | ১:০৭ অপরাহ্ণ

    শাহজালালে চীনা যাত্রীর কাছ থেকে সাড়ে পাঁচ কেজি সোনা উদ্ধার
    apps

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক চীনা নাগরিকের কাছ থেকে ৫.৫৬ কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। তার নাম রুয়ান জিনফেং (৪৩)। রোববার সকাল ৮টার দিকে এ সোনা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী।

    তিনি বলেন, ‘দুবাই থেকে সকাল ৮টার দিকে এমিরেটস এয়ারলাইন্সে (ফ্লাইট নং-EK582) করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান চীনা নাগরিক রুয়ান। গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে বোর্ডিং ব্রিজের কাছ থেকে অনুসরণ করে কাস্টম হাউস, ঢাকার একটি দল। পরবর্তীতে গ্রিন চ্যানেল অতিক্রমের পর তার কাছে শুল্ক-কর আরোপযোগ্য কোনও পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্বীকার করেন। এরপর তার সঙ্গে থাকা লাগেজ স্ক্যানে দেওয়া হলে তার মধ্যে ধাতব পদার্থের ইমেজ পাওয়া যায় এবং ব্যাগ খুলে চার্জার লাইটের মধ্যে থাকা ব্যাটারি ভেঙে ১০ তোলা ওজনের মোট ৪৮টি সোনার বার পাওয়া যায়। যার মোট ওজন ৫.৫৬ কেজি। এর আনুমানিক বাজার মূল্য ২.৭৯ কোটি টাকা।’
    তিনি আরও বলেন, ‘এ ঘটনায় দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিয়ে ওই চীনা যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হচ্ছে।’
    উল্লেখ্য, গত ১৩ মার্চও দু’জন চীনা নাগরিককে সোনা চোরাচালানের দায়ে বিমানবন্দর থানায় মামলাপূর্বক হস্তান্তর করে কাস্টম হাউস, ঢাকা কর্তৃপক্ষ।

    Progoti-Insurance-AAA.jpg
    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১:০৭ অপরাহ্ণ | রবিবার, ২৪ মার্চ ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি