• শেয়ারপ্রতি ৩৭.৫০ টাকা লভ্যাংশ দেবে লিনডে

    | ০৫ মার্চ ২০১৯ | ২:৫৬ অপরাহ্ণ

    শেয়ারপ্রতি ৩৭.৫০ টাকা লভ্যাংশ দেবে লিনডে
    apps

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যু ও জ্বালানি খাতের কোম্পানি লিনডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে নগদ ৩৭ টাকা ৫০ পয়সা পাবেন।

    কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

    Progoti-Insurance-AAA.jpg

    লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ এপ্রিল। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ মার্চ।

    সমাপ্ত হিসাব বছরটিতে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ৬৫ টাকা ৯৬ পয়সা। আর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৯৩ টাকা ৯০ পয়সা।


    লভ্যাংশ ঘোষণার কারণে মঙ্গলবার কোম্পানিটির শেয়ার লেনদেনে দামে কোনো সার্কিট ব্রেকার ছিল না।

    ১৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানিটির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। সোমবার লেনদেনে শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ১ হাজর ৩৩৫ টাকা।

    কোম্পানিটির ১ কোটি ৫২ লাখ ১৮ হাজার ২৮০টি শেয়ারের মধ্যে ৬০ শতাংশই রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ১০ দশমিক ৪০ শতাংশ শেয়ার। বাকি ২৯ দশমিক ৬০ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে।

    ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত লিনডে বাংলাদেশের লভ্যাংশের বিষয়ে ডিএসই ১৯৮৬, ১৯৯০, ১৯৯৬, ২০১৫, ২০১৬ এবং ২০১৭ এই ৬টি বছরের তথ্য প্রকাশ করেছে।

    এর মধ্যে ২০১৭ সালে ৩৪০ শতাংশ এবং ২০১৬ ও ২০১৫ সালে ৩১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি। আর ১৯৯৬ সালে ৫টি শেয়ারের বিপরীতে একটি এবং ১৯৯০ ও ১৯৮৬ সালে দু’টি শেয়ারের বিপরীতে একটি করে বোনাস শেয়ার পায় শেয়ারহোল্ডাররা।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ২:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মার্চ ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি