রবিবার ২০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহজুড়ে সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   321 বার পঠিত

সপ্তাহজুড়ে সূচক বাড়লেও কমেছে লেনদেন

গত সপ্তাহের মত সমাপ্ত সপ্তাহেও উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। তবে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে কমেছে। গত সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৪০ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৩৪২ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২ হাজার ৩৯৪ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা বা ৭১.৮০ শতাংশ কম হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৩৪ কোটি ৮১ লাখ ৭২ হাজার ২৪২ টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ১৮৮ কোটি ১১ লাখ ২৭ হাজার ৪৬৮ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৮৩৩ কোটি ৭০ লাখ ৪৩ হাজার ৬০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৬৪৫ কোটি ৫৯ লাখ ১৫ হাজার ৫৯২ টাকা কম হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৪.৮৩ পয়েন্ট বা ১.৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬১.৫৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬.৮৫ পয়েন্ট বা ১.৮৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৯.৮৭ পয়েন্ট বা ২.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৩৮.৯৬ পয়েন্ট এবং ১৩৬৯.৩৭ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪২টির বা ৩৯.৬৬ শতাংশের, কমেছে ২২টির বা ৬.১৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৯৪টির বা ৫৪.১৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২০১ কোটি ৬১ লাখ ১৯ হাজার ০৪৮ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৫৮ কোটি ৮৯ লাখ ৯৭ হাজার ৩০৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৩৫৭ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ২৫৮ টাকা বা ৬৩.৯২ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৫.৮২ পয়েন্ট বা ১.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৩৬.৯৪ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৩৪.৭৮ পয়েন্ট বা ১.৯৬ শতাংশ, সিএসই-৩০ সূচক ১২২.২৫ পয়েন্ট বা ১.২৩ শতাংশ, সিএসই-৫০ সূচক ২০.৯৩ পয়েন্ট বা ২.৫৭ শতাংশ এবং সিএসআই ১২.৬১ পয়েন্ট বা ১.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৬ হাজার ৯৮৯.২৪ পয়েন্টে, ১০ হাজার ৩০.৩৮ পয়েন্ট, ৮৩৬.২০ পয়েন্টে এবং ৭৪২.১২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৩টির বা ৩৪.০১ শতাংশের দর বেড়েছে, ২০টির বা ৮.১৯ শতাংশের কমেছে এবং ১৪১টির বা ৫৭.৭৮ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

Facebook Comments Box

Posted ১:০৯ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।