বিবিএনিউজ.নেট | ০৭ মার্চ ২০১৯ | ৭:১৩ পিএম
৫২’র মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বীমা প্রতিষ্ঠানসমূহের বার্ষিক প্রতিবেদনে বাংলা ভাষার ব্যবহার এবং স্বচ্ছ বার্ষিক প্রতিবেদন উপস্থাপনার উপর ভিত্তি করে বীমাশিল্পের সেরা প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা দেবে ব্যাংক বীমা অর্থনীতি। আগামী ১১ মার্চ সোমবার বিকেল ৪টায় নগরীর সিরডাপ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হবে। অর্থনীতি বিষয়ক বহুল প্রচারিত ব্যাংক বীমা অর্থনীতি এবং খোদা বকস মেমোরিয়াল ট্রাস্ট অ্যান্ড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এটি আয়োজিত হচ্ছে বলে জানিয়েছেন অ্যাওয়ার্ড প্রদান কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মাদ মুনীরুজ্জামান।
অনুষ্ঠানে দেশের বীমা কোম্পানিগুলোর বার্ষিক প্রতিবেদনের উপর বিশ্লেষণ করে সেরা বীমা কোম্পানিগুলোকে সম্মাননা প্রদান করবে এ প্রতিষ্ঠান। উক্ত অনুষ্ঠানে বীমা সংশ্লিষ্ট কর্মকর্তাসহ দেশের স্বনামধন্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ৭:১৩ পিএম | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed